December 26, 2024
আঞ্চলিক

ফকিরহাট ডিলার এ্যাসোসিয়েশন এর কমিটি গঠন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট ডিলার এ্যাসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি গঠন সোমবার বিকাল ৫টায় ফকিরহাট সদর বাজার ব্যবস্থাপনা কমিটি কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক খান হারুন-অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কমিটির প্রধান উপদেষ্টা, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিরিনা আক্তার কিসলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, ফকিরহাট ফিস ফিড মিলস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হেমায়েত উদ্দিন, বাজার কমিটি সদস্য শেখ সৈয়দ আলী, শেখ মোসলেম উদ্দিন প্রমূখ।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত সর্বসম্মতিক্রমে খান হারুন-অর রশিদকে সভাপতি ও সাংবাদিক আনন্দ কুমার দে কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেনএসময় সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ আজিম উদ্দিন, প্রচার সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আহসান মনির মুক্ত, কার্যকারী সদস্য রনি ঘোষ, মোঃ ইমরান, বাসুদেব সাহা, পলাশ সাহা, সঞ্জয় দাশ, সত্যজিৎ দাশ, রজব আলী, কাজি রাজ, শেখ আশরাফুল, কালাম মোল্লা, পবিত্র কুমার, শেখ ওমর ফারুক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ, মোঃ সাগর মল্লিকসহ স্থানীয় ব্যবসায়ী, ডিলার ও এসআরগন উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত কমিটির পক্ষ হতে একজন ক্যান্সার রোগে আক্রান্ত রোগীকে ৪২হাজার টাকা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *