ফকিরহাট জমিতে আলোক ফাঁদ জনপ্রিয় হয়ে উঠেছে
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
রোগ বালাই ও পোকা থেকে বোরো ধান রক্ষায় ফকিরহাটে ১৮টি বøকে ধানের জমিতে ‘আলোক ফাঁদ’ স্থাপন করেছে কৃষি বিভাগ। স্থানীয় কৃষকরা বলেন, পরিবেশবান্ধব ও কম খরচের এ প্রযুক্তি ব্যবহারের কারণে ধানে এখনও পোকার আক্রমণ দেখা দেয়নি। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ‘আলোক ফাঁদ’ সর্ম্পকে বলেন, সন্ধ্যার পর ক্ষেতের পাশে অথবা আইলে আলোক ফাঁদ হিসেবে বাতি জ্বালানো হয়। বাতির নিচে একটি পাত্রে রাখা হয় সাবান, ডিটারজেন্ট কিংবা কেরোসিন মেশানো পানি। ওই পানিতে পোকামাকড় বসলে বা পড়লে আর উঠতে পারে না।
এরই ধারাবাকিতাই বৃহস্পতিবার ফকিরহাটের পাগলা দেয়াপাড়া বøকে আলোক ফাঁদ স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ অফিসার নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব দাশ, শেখ বিল্লাল হোসেন, দেবদাশ বালা, কৃষক মনিরুল ইসলাম কিশোর কুমার প্রমূখ। কৃষকদের মধ্যে অনেকেই বলেন কৃষি বিভাগের স্থাপন করা পরিবেশবান্ধব ও কম খরচের ‘আলোক ফাঁদের’ মাধ্যমে ফসলকে রোগ-বালাই থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে দাবি তাদের।