ফকিরহাট গোয়ালবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে ৪৫নং গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান মঙ্গলবার বৃষ্টির মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশাল এক আনন্দ শোভাযাত্র বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয় চত্ত¡রে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
এসএমসি’র সভাপতি অপূর্ব রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, কুয়েটের সহকারি অধ্যাপক নিবিড় মন্ডল, আজমখান কর্মাস কলেজের সহকারি অধ্যাপক ¯িœগ্ধা রায় (প্রাক্তন ছাত্রী) ও ডাঃ মনোজ মালাকার। ইউপি সদস্য কালিপদ বিশ্বাসের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুকু রানী রায়, আট্টকা স্কুলের প্রধান শিক্ষক ঠাকুর দাশ রায়, প্রক্তন ছাত্র বিশ্ব রঞ্জন রায়, জ্ঞানদাশ রায়, রাজিব মজুমদার, শিক্ষক সঞ্জিত সরকার, সপ্না রানী দত্ত, অপূর্ব সাহা, অসিত কুমার বসু প্রমূখ। এসময় সাংবাদিক মান্না দে, এম জাকির হোসেন সহ অন্যান্য শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।