ফকিরহাট কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বুধবার সকাল বেলা ১১টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসসিপি) শীর্ষক প্রকল্পের আওতায় ফল বাগান স্থাপন এবং ফলগাছ ব্যবস্থাপনা বিষয়ে কৃষক-কৃষাণীদের মাঝে একদিনের কৃষি প্রশিক্ষণ দেয় হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমীনা শামিম, উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদিপ মন্ডল। এসময় বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।