ফকিরহাট এলাকা থেকে দুই পথভোলা শিশু উদ্ধার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পৃথক এলাকা থেকে দুই নিখোজ শিশু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত ১৮ জানুয়ারী বিকাল আনুঃ ৫টার দিকে স্থানীয়রা মুকুল শেখ (১০) নামের একটি শিশুকে বিশ^রোড মোড় এলাকায় ঘোরাফেরা করতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ শিশুটির মাধ্যমে জানায়, তার বাড়ি রংপুরের দক্ষিণ শালেরপাড়া এলাকার শাকিল শেখ এর পুত্র। তার পিতা পেশায় একজন রিক্সা চালক। অপরদিকে, গত ১৭ জানুয়ারী শুক্রবার রাতে ফকিরহাটের কাটাখালী এলাকা থেকে পথভূলা এক শিশু উদ্ধার হয়। সে সঠিকভাবে তার ঠিকানা বলতে পারেনি। শিশুটি জানিয়েছে তার নাম হাসান মো ফজলু, পিতা-সালাম, মাতা-রীনা বেগম, সিএনজি ষ্ট্যান্ড। তাকে কেউ ফুসলিয়ে নিয়ে আসছে বলে জানায়। রাতে স্থানীয়রা তাকে একাকী ঘুরাঘুরি করতে দেখে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট তুলে দেন।