ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের এনেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট এনেক্স ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গতকাল সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্টার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মিজানুর রহমান, ফকিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান হাওলাদার, প্রতিষ্ঠাতা সদস্য শেখ নাসির উদ্দিন, কাজী আঃ ওহাব, শিক্ষক শেখ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।