ফকিরহাট আট্টাকা স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাশ রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
এসএমসি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ ও সরোজ কুমার রায়, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী। শিক্ষক শেখ শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মানপত্র পাঠ করে ছাত্রী অর্পিতা সেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা রীতা রানী রায়, শিক্ষার্থী অমিত সরকার, মোনামী ইসলাম, আফরিজা জাহান প্রমূখ। এসময় এসএমসি’র সহ-সভাপতি শামিমা সুলতানা ঝর্না, সদস্য বোরহান উদ্দিন, শিক্ষক ঢালী আল-মামুন মুর্তজা, খালেদা খানম, শেখ মজনুর রহমান, শেখ আঃ হামিদ, শর্মিলা শিকদার, পার্বতী রানী ঘোষ, মহুয়া রায় চৌধুরী রুমানা আক্তার, সাঞ্জিদা আক্তার সহ বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।