ফকিরহাটে ৮ দলীয় হা-ডু-ডু খেলার পুরস্কার বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু খেলার ফাইনাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোচলা সরকারী প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয়েছে। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, শিল্পপতি আব্দুল কুদ্দুস (বড়মিয়া)।
আয়োজক কমিটির যুগ্ন-আহবায়ক ও ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য শেখ লিয়াকত আলী, খান জাহিদ হাসান, কওসার আলী মোল্লা সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন দল ১-০ গোলে নলধা-মৌভোগ ইউনিয়ন দলকে পরাজিত করে। শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের বাপ্পি। খেলা পরিচালনা করেন শাহআলম।