ফকিরহাটে ৫০ পিস ইয়াবাসহ আটক ১
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ এক অভিযানে কাটাখালী এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদককারবারি রুপসী বেগম (২৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার দুপুর ২টায় এসআই মোঃ সেলিম মহলদার ও এএসআই মোঃ মাসুদ রানা সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী বেদে পল্লী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। সে ঢাকা মুন্সিগঞ্জ এলাকার ইমান আলীর স্ত্রী। দীর্ঘদিন যাবৎ কাটাকালী বেদেপল্লীতে বসবাস করে আসছে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল। আটকের বিষয়টি অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুর আনাম নিশ্চিত করেছেন।