ফকিরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ যাত্রী আটক
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এক পরিবহন যাত্রীর কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কাটাখালী হায়ওয়ে পুলিশ। সোমবার সাকাল সাড়ে ১০টায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের টাউন নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে পুলিশ মোঃ ইফতেখার হোসেন (৪৫) নামের যাত্রীবেশী মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল সহ আটক করে। সে রাজবাড়ি জেলার সদর উপজেলার কাজিকান্দা গ্রামের ইহসান উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশের থানার ওসি রবিউল ইসলাম জানান, এদিন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্রো ন ১১-০০৩৩ নং বনফুল পরিবহন যোগে মাদকের একটি চালান যাওয়ার গোপন খরব পেয়ে নওয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরিবহনটি নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে পুলিশ যাত্রীদের তল্লাশির একপর্যায়ে মোঃ ইফতেখার হোসেনের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। সে এই ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।