January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

ফকিরহাটে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৪

দ. প্রতিবেদক
ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৬। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ এনামুল হক (৩৭), শিরিন বেগম (২৬), রোমান সরদার (১৯) ও চালক জহিরুল ইসলাম (৪৫)। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-৬ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-২৮৬৬) আটক করা হয়। এসময় প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *