ফকিরহাটে হাঙ্গার প্রকল্পের পিএফজি ফলোআপ মিটিং
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে সকাল ১১টায় পিস এম্বাসেডর (দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এসপিএল, পিএফজি ফকিরহাট, বাগেরহাট) শেখ আব্দুস সালামের সভাপতিত্বে হাঙ্গার প্রকল্পের পিএফজি ফলোআপ মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চোরম্যান শেখ মোস্তাহিদ সুজা।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন এম্বাসেডর মল্লিকা দাস,উপজেলা সমন্বয়কারী খান মাহমুদ আরিফুল হক, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, হাঙ্গার প্রকল্পের সদস্য মল্লিক আব্দুল সত্তার, বিমল কুমার ঘোষ, খান নাদিরা ইয়াসমিন, কলিনা ইসলাম, সোনা আক্তার কারিমা, রুপা সরকার, সোনিয়া আক্তারসহ অন্যান্য। সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।