ফকিরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, শিল্পপতি আঃ কুদ্দুস (বড়মিয়া) প্রমূখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। খেলায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন ৭৭পয়েন্ট করে বিজয়ী হয়। রানার্সআপ পিলজংগ ইউনিয়ন করেন ৭৫পয়েন্ট। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগিতা করেন মোঃ বাশিরুল হক, লিপন বিশ্বাস ও ইবারাত আলী। এসময় এসআই বিধান চন্দ্র রায়, ইউপি সদস্য সাধন কুমার দে, সাংবাদিক মান্না দে, এম জাকির হোসেন সহ অসংখ্য কাবাডি প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।