ফকিরহাটে সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সড়ত দুর্ঘটনায় নিহত সোহানুর রহমান সোহানের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ক্যাম্পাস ডিজিটালাইজেশন বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, অধ্যক্ষ বটু গোপাল দাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনের উপর বিস্তারিত আলোচনা এবং আগামী নভেম্বর মাসের ভিতর ফকিরহাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়।