ফকিরহাটে শেখ আবু নাসের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট আট্টাকা স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত শেখ আবু নাসের টি-টুয়েন্টি ২০দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৃহস্পতিবার দুপুর ১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ও আট্টকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, মূলঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মোঃ আবু বকর, মূলঘর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধুদাশ মজুমদার, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক বিশ্বাস মনিরুজ্জামান মনি সহ ক্লাবের মোঃ ইবারাত আলী, যুবলীগ নেতা মাফুজুর রহমান বাবু, কাজি রিয়াজ উদ্দিন স্বপন প্রমূখ। উদ্বোধনীতে খুলনা শহীদ শেখ আবু নাসের ক্রিকেট একাডেমী বনাম খুলনা বøাক ফাইটার ক্রিকেট একাডেমীর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।