ফকিরহাটে মূলঘরে পৃথক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নির্বাচনে ১ও ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা ইউনিয়ন পরিষদ চত্ত¡রে গতকাল রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য ফকির মোস্তফা কামাল। ইউপি সদস্য আঃ কুদ্দুস সরদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ ফজর আলী, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, এস এম গোলাম সরোয়ার, ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপদেষ্টার বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য শারমিন আক্তার রীনা। এসময় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, নীহার রঞ্জন বাগচী বুলু, স্থানীয় সরদার রহমত আলীসহ বিভিন্ন উপকারভোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।