ফকিরহাটে মুজিববর্ষ-২০২০ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিববর্ষ-২০২০ ডিজিটাল বিনির্মানে আমাদের করণীয় র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মোঃ শহিদুল ইসলাম, বেতাগা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা কৃষি অফিসার মোঃ নাসরুল মিল্লাত, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, খাদ্য কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, প্রোগামার অফিসার শাহিনা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।