ফকিরহাটে মুক্তিযোদ্ধা ডাঃ সেখ বনি : আমিন স্কুলে মুক্তিযোদ্ধা বিষয়ক সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মুক্তিযোদ্ধা ডাঃ সেখ বনি আমিন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও শিক্ষার্থীদেরকে মুক্তিযোদ্ধাকালীন গল্প শোনানো সহ আলোচনা সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ আকতার বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা ডাঃ সেখ বর্নি আমীন। প্রধান শিক্ষিকা রীতা রানী দেবনাথ ও সহকারী শিক্ষক সুজিত কুমার দেবনাথ এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ ফজিলাত হোসেন, মোঃ সরোয়ার হোসেন, আব্দুল কাদের, শেখ ইলিয়াজ হোসেন, মোঃ এনায়েত হোসেন, সেখ মকসেদ আলী, আঃ সামাদ, মোঃ মোকসুদুল আলম, আলাউদ্দিন আলাল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক মোঃ আজাহার আলী, অনুপ কুমার দেবনাথ, মোঃ শরিফুল ইসলাম, পংকজ কুমার দেবনাথ, মোঃ মোজাহিদ মোড়ল, সুতপা দেবনাথ, পলিমা খাতুন সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা বিষয়ক গল্পের কাটিং ও বই বিতরন করা হয়।