ফকিরহাটে মাতৃমৃত্যুরোধ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ৩দিন ব্যাপি মাতৃমৃত্যু রোধ এবং নবজাতকের পরি”র্যা বিষয়ে গ্রাম্য ধাত্রী প্রশিক্ষণের সমাপনী গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ শাহরিয়ার শামীম, ইউডিএফ, ইউজিডিপি দীপঙ্কর মল্লিক প্রমূখ। এসময় বিভিন্ন গ্রাম্য ধাত্রীগন উপস্থিত ছিলেন।