ফকিরহাটে মহান শহীদ দিবস পালন
ফকিরহাট প্রতিনিধি
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে ব্যাপক আয়োজন করা হয়। একুশের প্রথম প্রহর থেকে কলেজের নব নির্মিত শহীদ মিনারে নামে মানুষের ঢল। সকালে প্রভাত ফেরিতে এতদাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফুলে ফুলে ভরিয়ে তোলে শহীদ বেদি। শ্রদ্ধার্ঘ নিবেদন করেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলি এবং অত্র এলাকার সুধিজন, রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরবর্তিতে কলেজ অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদিন এবং প্রভাষক সালমা খাতুনের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন গাজী, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো: ফরহাদ হোসেন আকুঞ্জি, মো: শহিদুল্যা শেখ, সুব্রত কুমার দাস, মো: সিরাজুল ইসলাম, দীপংকর রায় ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।