December 23, 2024
আঞ্চলিক

ফকিরহাটে ভূয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে একজনের স্থলে অন্যজন পরীক্ষা দেয়ার অপরাধে তাকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়. শুক্রবার দুপুর আড়াইটায় মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উন্মুক্ত এর এসএসসি-২০১৯ইং এর বাংলা ২য় পত্র পরীক্ষায় লখপুরের ভবনা গ্রামের মোঃ রবিউল ইসলাম সেজে তার স্থলে একই এলাকার মামুনুর রশিদ পরীক্ষা দিতে আসে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন পরীক্ষা সেন্টারে এসে ঘটনার সত্যতা পেয়ে মামুনুর রশিদকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা করেন। তাকে পাবলিক পরীক্ষা ১৯৮০, ৩ এর খ ধারায় ্উক্ত সাজা প্রদান করা হয়েছে। এসময় এসআই নাসিম উদ্দিন, সার্টফিকেট সহকারি বিষ্ণুপদ ঘোষ সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *