ফকিরহাটে বেতাগা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের অঙ্গীকারে বেতাগা ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা বুধবার বিকেল ৫টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদের সদস্য মল্লিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করে অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ২ কোটি ৫৫ লক্ষ ৪২হাজার ৭শত ৬৩টাকা বাজেট ঘোষনা করা হয়। সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত অনেকেই অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।