ফকিরহাটে বুড়ির বটতলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত শনিবার বিকাল ৩ টায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সফল ব্যক্তিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মাহবুবুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। অনুষ্ঠানে এলাকার কৃতি সন্তান হিসাবে সাবেক জেলা রেজিষ্টার শেখ আঃ সবুর, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান এপলু, জমিদাতা মরহুম শাহাদাৎ হোসেন, ধর্ম প্রচারক হিসাবে ইয়াকুব আলী, চাকুরীতে সাফল্যের জন্য শেখ আবুল হোসেন, ব্যবসায়ীতে মোঃ হুমাউন কবির, বিশিষ্টজন আঃ গনি শেখ, ক্রীড়া ব্যত্তিত্ব আবু বক্কর সিদ্দিকী কে পুরস্কিৃত করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।