ফকিরহাটে বিশ্ব মা দিবস পালিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শেখ হাসিনার বারতা’ ‘নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক ােসাঃ সুমিতাই ইয়াসমিন। মহিলা বিষয়ক অধিদপ্তরের অপূর্ব কুমার ঘোষ ও শান্তা দাশের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমীনা শামিম, ফুড অফিসার ফাহমিদা পারভীন বানু, তথ্য অফিসের নাজমা আক্তার প্রমূখ। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের খাদিজা খাতুন, জিহাদ কাইয়ুম, ফারজানা আক্তার, সাথি খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।