October 18, 2024
আঞ্চলিক

ফকিরহাটে বিনামূল্যে শিশু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মৌভোগ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ সেপ্টেম্বর সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের দৌহিত্র ডেলিন মুন্সীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রূপসার তিলক রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল আয়োজনে এবং সিএসএস-অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্প ও মৌভোগ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথ সহযোগিতায় বিনামূল্যে শিশু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। শিশুদের চিকিৎসা প্রদান করেন সিএসএস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালট্যান্ট ডা: মুহাম্মদ কাউসার আলী গাজী। শিশু চিকিৎসা ক্যাম্পের উদ্ধোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ।

এসময় উপস্থিত ছিলেন সিএসএস অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের কোঅর্ডিনেটর মু: আলহাজ উদ্দিন আহম্মেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনা খাতুন, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মিতা মল্লিক, কনকলতা রায়,এএসডাবøউএস প্রকল্পের মনিটরিং অ্যান্ড এমআইএস অফিসার দেবব্রত ঢালী, এরিয়া অফিসার গোপাল রাহা, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রিক্তা মল্লিক, শিউলি আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং ক্যাম্পে আগত শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *