ফকিরহাটে বাহিরদিয়া স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নে শিকদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ডায়াবেটিস রোগীদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি মানসা-বাহিরদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। এসময় ঢাকা বারডেম হাসপাতালের অভিজ্ঞ ডাঃ মোঃ শাহারিয়ার শামিম সহ শিকদার ক্লিনিকের ম্যানেজার মুশফিকুর রহিম, মাকেটিং অফিসার শেখ মুরাদ হোসেন, ল্যাব টেকনোলজিস্ট দেবব্রত বাড়ই, অরূপ কুমার, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন শতাধিক ডায়াবেটিস রোগীদের বিভিন্ন পরামর্শ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।