ফকিরহাটে বাল্য বিয়ের দায়ে কারাদন্ড
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহটে ইউএনও এর হস্তক্ষেপে কিশোরীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। বাল্য বিবাহ সম্পদানের অপরাধে কন্যার পিতার জরিমানা ও কারাদন্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামে শুক্রবার দুপুরে একটি বাল্য বিবাহ অনুষ্ঠান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সহ সংগীয় পুলিশ র্ফোস ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর বাল্য বিবাহ ঘটনার সত্যতা পেয়ে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় কন্যার পিতা মোঃ মন্টু মোল্যা (৫০) কে ১০হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।