ফকিরহাটে বাল্যবিবাহের অপরাধে ছেলেকে জরিমানা ও বাবাকে সাজা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ফলতিতা এলাকায় কিশোরী মেয়েকে বিয়ের অপরাধে সব্যসাচী নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা এবং তার পিতা আশুতোষ মন্ডলকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি মঙ্গলবার বিকেলে ফলতিতা এলাকায় ঘটেছে। ভ্রাম্যমান আদালতের পরিচালক ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা এই জরিমানা ও সাজা প্রদান করেন। উল্লেখ্য, উক্ত গ্রামের আশুতোষ মন্ডলের পুত্র সব্যসাচী মন্ডল নবম শ্রেনীতে পড়–য়া কিশোরী কন্যাকে বিবাহ করে।