January 11, 2025
আঞ্চলিক

ফকিরহাটে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে জরিমানা

 

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধার জয়পুর সড়কের পাশে একটি পুকুর থেকে বালু উত্তোলনের অপরাধে ইউপি সদস্য সহ দুইজনকে মোট ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন বালু উত্তোলনকারী ইউপি সদস্য সরদার আলতাফ হোসেনকে ৫০হাজার ও পুকুর মালিক আছাদুর রহমানকে ৫০হাজার মোট ১ লক্ষ টাকা জমিরানা করেন।

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০, ১৫ এর (১) ধারায় তাদেরকে জরিমানা করেন। আড়–য়াডাঙ্গা গ্রামের সরদার দেলোয়ার হোসেনের পুত্র। আলতাফ হোসেন নলধা-মৌভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও পুকুর মালিক আছাদুর রহমান জয়পুর গ্রামের ওসমান আলীর শেখের পুত্র। এসময় সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ, এএসআই আলমগীর হোসেন ও জসিম উদ্দিন সহ সংগীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *