ফকিরহাটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কাথলী মাধ্যমিক বিদ্যালয়ে ফকিরহাট কাথলী মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্তার এবং লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। রবিবার বিকেলে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মুহাম্মদ মহসিন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করে এসএমসি’র সভাপতি সুকুমার ব্যাপারী। অত্র বিদ্যালয়ের প্রদান শিক্ষক সমীর কুমার মন্ডলের পরিচালনায় এসময় এসএমসি’র সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।