ফকিরহাটে ফলতিতা ৫টি মৎস্য ডিপোতে জরিমানা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ফলতিতা মৎস্য আড়তে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে লাইসেন্স না থাকায় ৫জন মৎস্য ডিপো মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫জনকে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন ডিপো মালিক জামাল সরদার, ইমন খান, আক্তার হোসেন, মামুন হীরা ও গোলাম মাসুদ। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষসহ সংগীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।