ফকিরহাটে প্রাইভেটকারের চাপায় শ্রমিক নিহত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে নছিমন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে লিপু শেখ (৩২) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টায় পল্লী বিদ্যুতেরে শ্রমিক লিপুসহ অন্যান্যরা কাজের উদ্দেশ্যে নছিমনযোগে যাওয়ার পথে ফকিরহাটের কাকডাঙা নামক স্থানে পৌছালে আস্মিক সে নছিমন থেকে সড়কে ছিটকে পড়ে। এসময় দদ্রæতগতিতে আসা একটি চলন্ত প্রাইকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা লিপুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সে বাগেরহাট সদর মাছিডাঙ্গা গ্রামের সেকেন্দোর আলী শেখের পুত্র।