January 23, 2025
আঞ্চলিক

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের পশ্চিম বাহিরদিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হতদরিদ্র ২জন কৃষক গুরুত্বর আহত হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সকাল ১০টায় পশ্চিম বাহিরদিয়া এলাকার দাউদ শেখ (৫০) ও কবির শেখ (৩২) কে পূর্বশত্রæতার জের ধরে একই এলাকার আহম্মদ শেখ ও গোলদার শেখ সহ কয়েকজন মিলিত হয়ে তাদেরকে বেধড়ক মারপিট করে। এতে দাউদ শেখের ডান পা ও ডান হাত ভেংগে যায়।

অপরদিকে কবির শেখের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছে। এরমধ্যে দাউদ শেখকে স্থানীয় একটি ক্লিনিকে ও কবির শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার প্রস্তুতি চলছিল। তবে স্থানীয় জানায়, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় আহতদের পরিবার বর্তমানে হুমকির মুখে রয়েছে বলে জানায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *