ফকিরহাটে পার্কের বানরের কামড়ে তিন পথচারী আহত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পাগলা শ্যামনগন রূপনগর রিসোর্ট ও পিকনিক স্পটের একটি বানরের কামড়ে তিন পথচারী মারাত্বক জখম হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে আকস্মিক পার্কের একটি পোষা বানর বাইরে চলে আসে। এসমন সময় পার্কের সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিন পথচারীকে কামড়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে। এতে মারাত্বক জখম হয়েছে মূলঘর এলাকার আবির কাজি (২১), পাগলা-শ্যামনগর গ্রামের মোঃ সাইদুল শেখ (১৮) ও পাগলা উত্তর পাড়ার ভ্যানচালক ইসমাইল গাজী (৫৯)। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।