ফকিরহাটে পর্যায়ে মীনা দিবস উদযাপিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পর্যায়ে মীনা দিবস উদযাপন করা হয়েছে। “শিক্ষা নিয়ে গড়বো দেশ’ ‘শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, সরোজ কুমার রায়, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মুজিবুল হক বিশ্বাস, প্রধান শিক্ষক ঠাকুর দাস রায়, শিক্ষক ঢালী আল মামুন মুর্তজা, শেখ শাহাদাৎ হোসেন, শেখ আঃ হামিদ, শেখ শাহাজান আলী, শিপ্রা দাশ, সাকুরুন্নেছা খানম প্রমূখ। অনুষ্ঠানে চিত্রাংকন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।