ফকিরহাটে নৌকা প্রতীকের নির্বাচনী সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় মৌভোগ মধ্যপাড়া নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, শিল্পপতি আঃ কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেশ তরফদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ শেখ।
এসময় ইউপি সদস্য আলী আজগার শেখ, সরদার আলতাফ হোসেন, নিতিশ ঢালী, শ্রমিকলীগ নেতা শেখ মোহম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।