ফকিরহাটে নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুইদিন আগে নিখোঁজ প্রতিবন্ধী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের একটি ডোবা থেকে দশ বছর বয়সী শিশুটির লাশ তারা উদ্ধার করেন বলে ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান। মৃত তাসকিন ওই গ্রামের মোহম্মদ মোসার ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে পুলিশ জানায়।
ওসি বলেন, শনিবার বাড়ির উঠানে তাসকিন একা খেলা করছিল। দুপুরের পর থেকে তাকে সেখানে না পেয়ে আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। কন্তু কোনো হদিস মিলছিল না। সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তবে এ ঘটনায় তার পরিবার থানায় কোনো অভিযোগ করেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ছেলেটি ডোবায় পড়ে গিয়ে মারা গেছে বলে প্রাথমিক ধারণা ওসির।