ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় সর্বসম্মতিক্রমে মাহফুজুর রহমানকে সভাপতি ও মোঃ জাহাঙ্গির হোসেনকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ মোঃ শাহ্-ই-আলম বাচ্চু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেশ তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন ব্যানার্জী, আইন বিষয়ক সম্পাদক অজিয়ার রহমান পিকলু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অধ্যাপিকা মোসাঃ আফরোজা আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুনসুর আলী, শেখ আঃ রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, সুবীর কুমার মিত্র, যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মোমিনুল হক। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্ককৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।