ফকিরহাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বপন দাশকে সংবর্ধনা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় খান জাহিদ চত্ত¡রে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমির রায় চৌধুরী।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অউপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ মেস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও কাজি মোঃ মহসিন, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, বিশিষ্ট শিল্পপতি শেখ হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ইমরুল হাসান, যুবলীগ নেতা সৈয়দ আল-মামুন, ছাত্রলীগ নেতা সরদার আমিনুর রশিদ প্রমূখ।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাশ, আবু বকর শেখ, শ্রমিকলীগ নেতা অনিমেশ কুমার দাম সহ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।