ফকিরহাটে দোহাজারীতে ৮৮তম নামযজ্ঞ অনুষ্ঠান
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির প্রাঙ্গনে ৮৮তম ৩২প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে বিভিন্ন নেতৃবৃন্দ মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শীব প্রসাদ ঘোষ।
এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, মূরঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, এসআই সুমন কুমার চ্যাটার্জী, এএসআই জাহাঙ্গির আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউপি সদস্য আঃ হান্নান শাহ, মন্দির কমিটির সভাপতি সুনন্দ দাস, সাধারন সম্পাদক সুশান্ত দাস, কমিটির বিজন কুমার, শিশির দাস, সুজন দাস, অনন্ত দাস, সংকর দাস, আনন্দ দে সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নামযজ্ঞনুষ্ঠানে ৬টি সম্প্রদায় অংশগ্রহন করেন। প্রতিবছরের ন্যায় এ বছরও অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটে।