ফকিরহাটে দেয়াপাড়া স্কুলে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে রোববার বেলা ১১টায় ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন নেটিজেল আইটি লিমিটেডের জেলা প্রতিনিধি নেওয়াজ শরীফ মুন্না ও উপজেলা প্রতিনিধি নাজমুল হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ শেখ। শিক্ষক বাকে বিল্লাহ হাজরার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যেবক্তব্য রাখেন তেকাঠিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ।
এসময় ইউপি সদস্য প্রদীশ অধিকারী, শিক্ষক কৃষ্ণ চক্রবর্তী, মনিলা দাশ, জুলফিকার আলম, উষা রানী দেবনাথ, আঃ রহমান, নেটেিজল আইটি লিঃ এর সহযোগী প্রান্ত সাহা, শিক্ষক আলমগীর হোসেন, সাংবাদিক মান্না দে, শেখ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।