ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি; ‘সবাই মিলে সুস্থ থাকি ”এই শ্লোগানকে সামনে তুলে ধরে মঙ্গলবার সকালে বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেণি-পেশার সমন্বয়ে পরিস্কার পরিচ্ছন্নাতার জন্য সমন্বিত কর্মসূচি (ক্রাশ প্রোগ্রাম) অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন উদ্যোগে অনুষ্ঠিত ক্রাশ প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইউএনও শাহানাজ পারভীন, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, ওসি আবু জাহিদ শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার সহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা। অপরদিকে এদিন সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে একযোগে পরিস্কার পরিচ্ছন্নাতার জন্য সমন্বিত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।