ফকিরহাটে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ডিপ্লোমা ইনস্টিটিউশন এর উদ্যোগে বুধবার সকাল ১০টায় ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালন উপলক্ষে উপজেলায় র্যালি বের হয়। র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষক ট্রেনিং সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ প্রদীপ কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ জেলা শাখার সভাপতি মোল্লা হাবিবুর রহমান।
উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ অফিসার নয়ন সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিপ্লোমা ইনস্টিটিউশন উপজেলার শাখার সাধারন সম্পাদক শরিফুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ নওশের আলী, বিপুল পাল, বিপ্লব দাশ, সুমন বাগচী, অভিজিৎ গাইন, মোঃ সোলইমান সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।