December 23, 2024
আঞ্চলিক

ফকিরহাটে জাপা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা পার্টির সাধারন সম্পাদক মাওঃ এসএম আল জুবায়ের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপা নেতা খান এরশাদুজ্জামান মাসুদ, এস এম জাফর উল্লাহ, হাসান শেখ, আহম্মদত আলী, বুলবুল আহম্মেদ সগির, মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক সরদার আরিফুজ্জামান, যুব সংহতি নেতা ইশারাত আলী, খান নজরুল ইসলাম, স্বেচ্চাসেবক পার্টির সভাপতি মোঃ আল মামুন, সাধারন সম্পাদক শেখ জাহিদুর ইসলাম, ছাত্র সমাজের সভাপতি ইসমাইল শেখ, ছাত্র সমাজ নেতা মোঃ হৃদয় বিশ্বাস, মুশফিকুজ্জামান, বাইজিৎ শেখ, সুমন, সরদার শিমুল প্রমুখ। এসময় উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মরহুম সৈয়দ আমিনুর রহমান দুলুর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *