November 25, 2024
আঞ্চলিক

ফকিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহে পিতা ও কন্যার সাফল্য

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ পিতা ও কন্যার সাফল্য। ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শ্যামল সাহা, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপজেলা পর্যায়ে কলেজ (বিএম) শাখার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। বুধবার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ অনুষ্ঠানে বিচারকমন্ডলী বিএম শাখায় তার নাম ঘোষণা করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন।

অপরদিকে, ফকিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯  প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী অনন্যা সাহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে রচনা, বিতর্ক ও নৃত্য (৬ষ্ঠ-৮ম শ্রেণি) প্রতিযোগিতায় তিনটি বিষয়েই প্রথম হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

উল্লেখ্য, অনন্যা সাহা গত ১৯মার্চ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এর “ভাষা ও সাহিত্য” বিষয়ের উপর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। অনন্যা ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রভাষক শ্যামল সাহার কন্যা। সে আগামী ২৪ মার্চ-২০১৯ তারিখে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *