ফকিরহাটে চিত্রানদীতে ২৯তম নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহট উপজেলার মূলঘর ইউনিয়নের কলকলিয়া মায়ারখালীর চিত্রা নদীতে মঙ্গলবার বিকেলে ২৯তম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০টি দল অংশগ্রহন করে। মায়ারখালী যুব সংঘ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অত্র ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল। নৌকা বাইচ প্রতিযোগিতা সার্বিক পরিচালনা করেন ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচী।
এসময় অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, ইউপি সদস্য অনাদী বিশ্বাস, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, কামিটির রঞ্জন বালা, গৌতম বিশ্বাস সহ অসংখ্য দর্শক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় চিতলমারী মা গঙ্গা নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকলিয়া একতা যুব সংঘ এবং তৃতীয় স্থান অধিকারী জয় নারায়ন নৌকা।