ফকিরহাটে চাকুরীর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ মধ্যপাড়ার তিন যুবকের নিকট থেকে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছে।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মৌভোগ গ্রামের নুর হোসেনের পুত্র মোঃ শের আলী ওরফে রাজু বস ও একই গ্রামের রজ্জব আলী শেখের পুত্র আল-মামুন শেখ, ঢাকাস্থ এমবি কার্গো লিমিডেটে লোভনীয় বেতনে সুপারভাইজার পদে চাকুরী দেয়ার কথা বলে মৌভোগ গ্রামের বিল্লাল হাওলাদারের পুত্র সাইফুল ইসলাম প্রিন্স, একই গ্রামের আঃ মান্নান শেখের পুত্র মোঃ রাজু শেখ ও মৃত আলিম উদ্দিন খানের পুত্র মোঃ ফরিদ খান। এই তিনজনকে চাকুরী দেয়ার কথা বলে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে। যা সরাসরি অভিযুক্ত ব্যক্তিদের নিকট দেয়ার পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রদান করেছে ভুক্তভোগীরা। এরপর চাকুরীতে যোগদানের ব্যাপারে ভুক্তভোগী উক্ত প্রতারক চক্রের নিকট যোগাযোগ করলে তারা নানা তালবাহনা শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগীরা ঢাকাস্থ এমবি কার্গো লিমিটেডে অফিসে যোগাযোগের জন্য সেখানে গেলে অফিস তালা বন্দ দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অসহায় পরিবারের লোকজন।
ভুক্তভোগীরা জানান, শের আলী, আল মামুন সহ শের আলীর নিকট আত্মীয় রাসেল শেখ ও শাকিল আহম্মেদ জানায় তারা এমবি কার্গো লিমিটেডে বড় পদে চাকুরী করে। এই চক্রের সাথে সহযোগিতায় রয়েছে লিংকন দাড়িয়া নামের জনৈক্য এক ব্যক্তি। এরমধ্যে শের আলী ও আল মামুন সু-কৌশলে প্রতরনার মাধ্যমে তিনজনের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে। শুধু তাই না টাকা নেয়ার পূর্বে মোটা অংকের বেতন-ভাতা সহ মিশনে যাওয়ার সুযোগ সুবিধা পাওয়া যাবে এমন কথাও বলেছে চক্রটি। টাকা নেয়ার পর স্ট্যাম্পের উপর সাক্ষর নিয়ে ভ‚য়া এপারমেন্ট লেটার দেয়া হয়। কিন্তু পরবর্তীদের দেখা যায় সব কিছু ভ‚য়া। এমন কথা বলে যারা চাকুরীর জন্য টাকা প্রদান করেছেন। এমন অবস্থায় তাদের নিকট ভুক্তভোগীরা টাকা ফেরৎ চাইলে নানা রকম তালবাহনা শুরু করেছে। এ ব্যাপারে মৌভোগ গ্রামের মোঃ রাজু শেখ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে এসআই তরিকুল ইসলাম জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।