ফকিরহাটে চরিত্র গঠন আন্দোলন দিবস উপলক্ষে সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট বেতাগা অক্ষন্ডমন্ডলী ও চরিত্র গঠন আন্দোলন পরিষদের উদ্যোগে বুধবার বিকেল ৫টায় বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে চরিত্র গঠন দিবস উপলক্ষে সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক (অবঃ) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, খুবি’র অধ্যাপক রামেশ্বর দেবনাথ, বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার। প্রবন্ধ উপস্থাপনা করেন বিভাগীয় প্রকৌশলী (অবঃ) অর্ধেন্দু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন আর্কিটেড নীপা দেবনাথ। ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ বিকাশ দাশ, প্রধান শিক্ষক ইকরামুল হোসেন, তফিকুল রহমান, আঃ হাই প্রমূখ।