ফকিরহাটে গ্রাম আদালত বিষয়ক নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, জেলা সমন্বয়কারী মোঃ অলিউল হাসানাত, উপজেলা সমন্বয়কারী মোছাঃ মাজেদা খাতুন, গ্রাম আদালত সহকারি এস এম কামরুল ইসলাম প্রমূখ। অপরদিকে এদিন সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।