ফকিরহাটে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুর ১২টায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি বের হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি মোসাঃ মাজেদা খাতুন, ইউপি সদস্য খান শামিম হাসান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ রফিকুল ইসলাম, আঃ জব্বার, শিউলী বেগম, লিলিমা বেগম, লিমা বেগম, গ্রাম আদালত সহকারি ফাতেমা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।